ডেস্ক রিপোর্ট :
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীমের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটি জাপানে ফেরত পাঠানো হচ্ছে। নিলাম ডেকেও বিক্রি না হওয়ায় বাগেরহাটের মোংলা বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়িটি সরবরাহকারী দেশ জাপানে ফেরত যাচ্ছে।
এরই মধ্যে গত ১৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পানামার পতাকাবাহী লোটাস লিডার জাহাজে করে নীলফামারীর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুল আলমের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটি ফেরত পাঠিয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে গত বছরের ১৭ জুলাই শুল্কমুক্ত সুবিধা ব্যবহার করে মোংলা বন্দরে জাপান থেকে মোট চারটি প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি আনা হয়। মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম ও নীলফামারী-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুল আলম ছাড়া বাকি দুটি গাড়ি আমদানি করেন নাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের নাসিমা জামান ববি।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পরদিনই রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে দেয়। বিলাসবহুল এসব গাড়ির শুল্ক প্রকৃত দামের অন্তত তিন থেকে চার গুণ বেশি। ফলে চার সাবেক এমপিসহ অন্য কেউ গাড়িগুলো আর নিতে নিতে চাননি।
মোংলা কাস্টম হাউস গত বছরের ২৫ নভেম্বর গাড়িগুলো নিলামে তুললেও ক্রেতাদের কাছ থেকে সাড়া পায়নি। জাতীয় রাজস্ব বোর্ড এরপরই গাড়িগুলো জাপানে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-