স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) সদস্যরা৷ তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত ১০টায় উপজেলার কুতুপালং রাস্তার মাথা নামক এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়৷
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন খান জানান, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরলস ভাবে কাজ করছেন ৩৪ বিজিবি৷
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং এলাকায় অভিযান পরিচালনা করলে বিজিবিকে দেখে সিএনজি রেখে দুই পাচারকারী পালিয়ে যায়। পরবর্তীতে সিএনজি গাড়ি তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া দুই মাদক পাচারকারীকে ধরতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং এবিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে৷
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-