নিজস্ব প্রতিবেদক :
উখিয়ার সোনারপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি. এর কার্যকরী পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি সকালে এ নির্বাচন স্থগিতসংক্রান্ত হাইকোর্টের একটি আদেশ পাওয়া যায়। এ কারণে এ নির্বাচন স্থগিত করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি (বুধবার) বিচারপতি ফাতেমা নাজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর নাজী সমন্বয় গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালত একই সাথে রুল জারি করেন।
সোনারপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সদস্য জসিম উদ্দিনের দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
এ বিষয়ে জানতে উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. সেলিম উল্লাহকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-