চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক :
ভূয়া জন্মসনদ তৈরির দায়ে বান্দরবানের লামায় আব্দুল জব্বার নামে এক ইউপি সদস্যকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় এই কারাদণ্ডের আদেশ দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, লামার ৫নং সরই ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল জব্বার ভূয়া জন্মসনদ তৈরি করে তার স্ত্রীকে ভোটার করার চেষ্টা করেন। ভূয়া জন্মসনদের বিষয়টি বুঝতে পেরে উপজেলা নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম আমাদের অবহিত করেন। বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ২ (২) ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য আব্দুল জব্বার থানা হেফাজতে রয়েছেন। তাকে মঙ্গলবার বান্দরবান জেল হাজতে পাঠানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-