বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের বনরূপা পাড়ার একটি ভাড়া বাসা থেকে রুম্পা দাশ (৩০) নাম এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায়। রুম্পার স্বামী সৌরভ দাশ কনস্টেবল হিসেবে পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
পুলিশ জানায়, রুম্পা দম্পতি দুই শিশুকে নিয়ে শহরের বনরূপা পাড়ার ওই বাসায় ভাড়ায় থাকতেন । প্রতিদিনের ন্যায় রোববার রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ সন্তানদের নিয়ে এক রুমে ও রুম্পা দাশ আলাদা রুম ঘুমাতে যান। পরে দুই শিশু বাচ্চাসহ স্বামী ঘুমিয়ে পড়লে কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুম্পা। পরদিন সকালে স্বামী ঘুম থেকে উঠে ডাকাডাকি করলেও দরজা না খুললে দরজার ফাঁক দিয়ে রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, ‘রুম্পা দাশ নামের এক নারী কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয় এখনো জানা যায়নি।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-