উখিয়ায় ইয়াবা ও গুলিসহ দেবর-ভাবী গ্রেফতার

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবা ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্প-৯ এ অভিযান পরিচালনা করে ১৪ এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলো ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকের আবু বক্করের ছেলে মো. সেলিম (২৩ ) ও জি-১০ ব্লকের জামালের স্ত্রী আসমা আক্তার (২০)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন সহ অধিনায়ক( পুলিশ সুপার) সুদীপ্ত রায় কক্সবাজার জার্নালকে জানান,” গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন মহোদয়ের নির্দেশে ক্যাম্প-৯ এ অভিযান পরিচালনা করে ইয়াবা ও গুলিসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় যেসব গডফাদার জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম কক্সবাজার জার্নালকে বলেন,” ১৪ এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০হাজার পিস ইয়াবা ও ১০ রাউন্ড গুলিসহ দুজন রোহিঙ্গা গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সর্ম্পকে দেবর ও ভাবী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” অভিযানে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতায় ছিলেন বলে জানা যায়।

আরও খবর