কক্সবাজার জার্নাল রিপোর্ট :
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের ওয়ালাপালং বিটের তুলাতলী সড়ক হতে জ্বালানি কাঠ ভর্তি একটি ডাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে বনবিভাগ।
শনিবার(১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, তুলাতলী সড়ক দিয়ে প্রতিনিয়ত জ্বালানি কাঠ পাচার করছে একটি চক্র। অবৈধভাবে পাচার করা এসব কাঠ ব্যবহার করা হয় ইটভাটার জ্বালানি উপকরণ হিসেবে। স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট কাঠ পাচারচক্রের সাথে জড়িত বলে জানা যায়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে সহকারী বন সংরক্ষক( উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলামের নির্দেশে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ও উখিয়া সদর ও ভালুকিয়া বিট কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে বনবিভাগ। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সড়কেই কাঠভর্তি ডাম ট্রাক( ডাম্পার) রেখে পালিয়ে যায় চালক। এসময় দেড়শো ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে ধৃত ডাম্পার রেঞ্জ কার্যালয় হেফাজতে নিয়ে যায় বনবিভাগ।
উখিয়া রেঞ্জের কর্মকর্তা আরও জানান,” অবৈধভাবে জ্বালানি কাঠ পাচারের সাথে কারা জড়িত সেটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-