উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফ হোছাইন।
ক্যাম্প সূত্রে জানা যায়, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-২ ব্লকের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ আলী (৪০) নামের একজন রোহিঙ্গাকে একই ব্লকের মৃত আবু বক্করের ছেলে মো. আরিফ উল্লাহ পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটিতে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে তার চিৎকারে আশেপাশে লোকজন উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফ বলেন, এ ঘটনার যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-