এজেন্ট ব্যাংকিং শাখায় টানা চতুর্থবার প্রথম হয়ে মেসার্স হাজী স্টোরের চমক!

চট্টগ্রাম :

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চট্টগ্রাম সাউথ ও নর্থজোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালায় টানা চতুর্থ বারের মত প্রথম স্থান অধিকার করেছেন ইসলামি ব্যাংকের কুতুপালং এজেন্ট শাখার সত্বাধিকারী মেসার্স হাজী স্টোর।

১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) চট্টগ্রামের হোটেল সৈকত-এ অনুষ্ঠিত কর্মশালায় মেসার্স হাজী স্টোরকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মেলনে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান।

এতে বিভিন্ন সেশনে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোনপ্রধান এম. জুবায়ের আজম হেলালী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্রগ্রাম সাউথ জোনপ্রধান আবদুল নাসের এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ।

এছাড়াও সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

পুরষ্কার গ্রহণ করছেন মেসার্স হাজী স্টোরের সত্বাধিকারী আবদুল মাজেদ

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীলতা আনয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং কাজ করে যাচ্ছে। প্রবাসীদের উন্নততর সেবা দানের মাধ্যমে এজেন্ট আউটলেটগুলো ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক রেমিট্যান্স আহরণে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। এসময় তিনি মেসার্স হাজী স্টোরকে সফলতার ধারা অব্যাহত রাখায় বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ২০২১ ও এবং ২০২২ এবং ২০২৩ সালে একিভাবে ব্যাংকিং খাতে অবদান রাখায় চট্টগ্রামের দক্ষিণ জোনে মেসার্স হাজী স্টোর টানা চতুর্থ বারের মতো প্রথম স্থান অধিকার করে।

আরও খবর