কক্সবাজার জার্নাল রিপোর্ট :
মহেশখালীর চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেল ১০ ফেব্রুয়ারী (সোমবার) ভোরবেলা মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী-পিপিএম সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন- মহেশখালীর মাতারবাড়ির তিতা মাঝিরপাড়া এলাকার আবদুস সালামের ছেলে মোস্তাফিজুর রহমান(৪৫)।
কক্সবাজার জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ।
কায়সার হামিদ জানান, চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোস্তাফিজকে চট্টগ্রামের বাকলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এসটি-৭৪৪/২১ (প্রতারণা) মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত তাকে ১০ মাসের সাজাসহ ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আজ মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-