❝অপারেশন ডেভিল হান্ট❞ উখিয়ায় আরও এক আ’লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, উখিয়া :


সারাদেশে চলমান অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় আরও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা হলেন, জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের পুত্র হেলাল উদ্দিন (৪৫) । তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

তিনি বলেন, “গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) সারাদেশে এই অভিযান শুরু হলে উখিয়া থেকে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার করা হয়।

আরও খবর