এম. বেদারুল আলম :
- ১০ এপ্রিলে পর্যন্ত চলবে ছবি তোলার কাজ
জেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। চলছে নিবন্ধনের কার্যক্রম। ৯ উপজেলার জন্য ইতিমধ্যে ৪৭ জন জনবল নিয়োগ দেওয়া হয়েছে। তাদের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ সম্পন্ন হওয়া ভোটারদের ছবি তোলার কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করা।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানিয়েছেন, সংগ্রহকৃত ১ লাখ ২৮ হাজার ২৬৬ জন ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য চারটি টিম প্রস্তুত করা হয়েছে। সেই চারটি টিমে কাজ করছেন ৪৭ জন জনবল।
ইতিমধ্যে নয়টি উপজেলায় ছবি তোলার কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী ওই চারটি টিম উপজেলা ভিত্তিক ছবি তোলার কার্যক্রম সম্পন্ন করবেন। ৪ টিম যেন সফল ও সুচারুরূপে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারে, কোন ধরনের ঝামেলায় যাতে পড়তে না হয় সে জন্য নির্বাচন অফিস যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহীত ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যায়। কক্সবাজারে হালনাগাদের আগে ভোটার সংখ্যা ছিল ১৭ লক্ষ ৫১ হাজার ৫৪৩ জন। তাদের সাথে যুক্ত হতে যাচ্ছে ১ লাখ ২৮ হাজার ২৬৬ জন নতুন ভোটার। তবে বাছাই কার্যক্রমে নিবন্ধিত ভোটারদের অনেকেই হয়তো বাদ পড়তে পারেন সে ক্ষেত্রে উক্ত সংখ্যা কম বেশি হতে পারে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
জেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারী থেকেই ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধন কার্যক্রমে কাজ করতে মাঠে আছেন ৪৭ জন জনবল। এর মধ্যে টেকনিক্যাল সাপোর্ট কাজে তিনজন, প্রুফ রিডার ১২জন, ডাটা এন্ট্রি অপারেটর ২৪ জন, টিম লিডার চারজন এবং তাদের সহায়তার জন্য সহযোগী ৪ নিয়োগ প্রদান করা হয়েছে। সংগৃহীত তথ্যের ১ লক্ষ ২৮ হাজার ২৬৬ জন ভোটারের মধ্যে কেউ যদি বাদ না পড়েন জেলায় মোট ভোটার দাঁড়াবে ১৮ লক্ষ ৭৯ হাজার ৮০৯ জন।
এদিকে উপজেলা ভিত্তিক ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে মহেশখালী থেকে। এর মধ্যে মহেশখালীতে ৫ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ দিন ছবি তোলার কাজ চলবে। মহেশখালী উপজেলায় নতুন করে তথ্য সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৬৩৩ জনের।
কুতুবদিয়া উপজেলায় চলছে নিবন্ধনের কাজ ৫ ফেব্রুয়ারি থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১২ দিন চলবে নিবন্ধন কার্যক্রম। এখানে নতুন তথ্য সংগ্রহ করা হয়েছে ৫৫৯৯ জনের।
পেকুয়া উপজেলায় ১২৩৩১ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের ছবি তোলার কাজ চলবে ৫ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ দিন।
চকরিয়া উপজেলায় ২৬ হাজার ২৮ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের ছবি তোলা কার্যক্রম চলবে ২৩ ফেব্রুয়ারি থেকে ১৬ই মার্চ পর্যন্ত ২২ দিন।
রামু উপজেলায় তথ্য সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮৭৬ জনের। তাদের ছবি তোলার কার্যক্রম চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৪ই মার্চ পর্যন্ত ২৩ দিন।
ঈদগাঁও উপজেলায় নতুন করে তথ্য সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯২৭ জনের। তাদের ছবি তোলার কার্যক্রম শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ১১ দিন।
কক্সবাজার সদর উপজেলায় নতুন তথ্য সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৭৮ জনের। তাদের ছবি তোলার কাজ শুরু হবে ১৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১৪ দিন।
উখিয়া উপজেলায় নতুন তথ্য সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ১৫৮ জনের। তাদের ছবি তোলার কার্যক্রম শুরু হবে ১৭ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত মোট ১৮ দিন।
এছাড়া টেকনাফ উপজেলায় নতুন ভোটার হতে যাচ্ছে ১৫ হাজার ৬৩৬ জন। তাদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট ২৪ দিন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, নতুন করে ভোটার হতে যাওয়া ১ লাখ ২৮ হাজার ২৬৬ জনের তথ্য যাচাই-বাছাই করতে জন্য উপজেলা ভিত্তিক শক্তিশালী টিম গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই বাছাই কার্যক্রম কমিটির মধ্যে রয়েছেন।
কক্সবাজার যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত এলাকা এখানে অনেকেই টাকার বিনিময়ে কাগজপত্র সংগ্রহ করে হালনাগাদকারীদেরকে জমা প্রদান করলেও বাছাই কমিটিতে ধরা পড়লে তাদের বাদ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট আইনে বিচার করা হবে। কোন রোহিঙ্গা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশন থেকে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমরাও প্রশিক্ষণের সময় তথ্য সংগ্রহকারীদের সেই নির্দেশনা প্রদান করেছি। আশা করি সকলের সম্মিলিত প্রয়াসে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন হালনাগাদ তালিকা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে পারবো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-