রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এপিবিএন ডিআইজি

কক্সবাজার জার্নাল রিপোর্ট :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ডিআইজি(এফডিএমএন) প্রলয় চিসিম।

বুধবার(৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ডিআইজি প্রলয় চিসিম ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন করেন।

সৌজন্যমূলক সাক্ষাত শেষে তিনি লম্বাশিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি, সাব মাঝি ও ইমামসহ অন্যান্য গণ্যমান্য রোহিঙ্গা পুরুষদের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময়কালে রোহিঙ্গাদের নানা সমস্যার কথা শুনেন তিনি। এছাড়া আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন পুলিশের এ কর্মকর্তা।

পরিদর্শনকালে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন ,সহ-অধিনায়ক (পুলিশ সুপার) সুদীপ্ত রায়,অতিরিক্ত পুলিশ সুপার( বিকিউএম) মো. তয়াছির জাহান বাবু অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউম) সহ ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে দুপুরে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন।

আরও খবর