নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের মহেশখালী থানার উপ-পরিদর্শক মহসিন চৌধুরী-পিপিএম সহ দুই পুলিশ কর্মকর্তার বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন।
৫ ফেব্রুয়ারী (বুধবার) কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ জেলার শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা হিসেবে মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী (পিপিএম), এএসআই এমদাদুল হক-এর হাতে ক্রেষ্ট ও নগদ টাকা সম্মাননা হিসেবে প্রদান করেন।
জানা যায়, গত জানুয়ারি মাসে (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) আসামী সহ ১৬ টি সাজা ওয়ারেন্ট তামিল নিষ্পত্তি,অন্যান্য ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা তদন্ত ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদানের জন্য মহেশখালী থানার উপ-পরিদর্শক মহসিন চৌধুরী-পিপিএমকে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং অস্ত্র উদ্ধার সহ ওয়ারেন্ট তামিলে মহেশখালী থানার এএসআই এমদাদুল হককে শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, মহেশখালী থানায় যোগদানের সাড়ে ৩ মাসের মাথায় হ্যাট্রিক করে ৩০ বারের মতো কক্সবাজার জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন মহেশখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী পিপিএম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-