জামায়াত আমীরের আগমন উপলক্ষ্যে কোর্টবাজারে স্বাগত মিছিল অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ ও আব্দুল্লাহ আল জুবাইর:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষ্যে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মাগরিবের পর কোর্টবাজার দক্ষিণ স্টেশন থেকে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

এসময় জামায়াতের আমীরের আগমনকে স্বাগত জানিয়ে মিছিলে নানা স্লোগান দেওয়া হয়। রত্নাপালং ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ হাসেমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইব্রাহীম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল।

বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাওলানা নুরুল হক,উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ,সমাজসেবা সম্পাদক ও হলদিয়াপালং ইউনিয়নের আমীর মাওলানা আবুল হোছাইন,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিসান,ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল করিম,মাওলানা রহমত উল্লাহ,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওসমান সরওয়ার,শ্রমিক কল্যাণ ফেডারেশন কোর্টবাজার ইউনিটের সভাপতি হাফিজ উদ্দিন জায়েদ,রত্নাপালং ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, রত্নাপালং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল জুবাইর সহ প্রমুখ।

আরও খবর