বার্তা পরিবেশক :
কক্সবাজারের উখিয়ায় আলোচিত মাহাবুবুল আলম হত্যা মামলার প্রধান আসামি বেলাল উদ্দিন প্রকাশ কানা বেলালকে গ্রেফতার করেছে র্যাব-১৫। শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে রাজাপালং ইউনিয়নের দরগাহ বিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতার আসামী উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহ বিলা এলাকার আলী হোসাইনের পুত্র মো বেলাল উদ্দিন প্রকাশ কানা বেলাল।
মামলার এজাহার সূত্র জানাযায়, গত ৩০ নভেম্বর ২০১৯ রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল গ্রামের সৌদি প্রবাসী গুরা মিয়ার ছেলে মাহাবুবুল আলম (২৫) পার্শ্ববর্তী গ্রামে অনুষ্ঠিত হাতিমুরা দরবার শরীফে বার্ষিক ওরশ মাহফিলে যাওয়ার সময় হাতিমুরা ব্রীজে পৌঁছিলে পূর্ব থেকে উৎ পেতে থাকা দরগাহবিল এলেকার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী বেলাল বাহিনীর প্রধান বেলাল সহ তার নেতৃত্বে ১০/১১ জন সন্ত্রাসীগণ দলবদ্ধ হয়ে তাকে পশ্চিম দিকে খোলা (ধান্য জমি) জমিতে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে সন্ত্রাসীদের মধ্যে নিহত মাহাবুবুল আলমের গলায় ধাক্কা ধাক্কি করে, দু’হাত চেপে ধরে, গলাটিপে শ্বাসরোধ করে, অন্ডকোষ টিপে এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে মাহাবুবুল আলমের মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন৷
এ ঘটনায় নিহত মাহাবুবুল আলমের মা রাবেয়া বেগম বাদী হয়ে বেলাল বাহিনীর প্রধান বেলাল সহ মোট ০৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি করে উখিয়া থানায় মামলা দায়েরে করেন। যার নং ৩০২/৩৪।
থানা সুত্রে জানাযায়, বেলাল বাহিনীর প্রধান বেলালর বিরুদ্ধে জি,আর- ১৩৮/২০০১ইং (উখিয়া), জি,আরা ৬৪/২০০৪ (নাইক্ষ্যংছড়ি), জি,আর- ৭৩/২০১২ইং যাহার দ্রুত বিচার ০৯/১২ইং দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা, জি.আর- ১৬৭/১১ইং (উখিয়া), জি,আর-।২১০/১১ইং (উখিয়া), জি,আর-৫৩/১৫ইং যাহার নারী শিশু ২৮/১৯ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)/৩০ এবং জি.আর- ২২৩/১১ইং (উখিয়া) মামলা গুলো আছে৷
মাহাবুবুল আলমের মা মামলার বাদী রাবেয়া বেগম জানান, আমার ছেলে হত্যার প্রধান আসামির ফাঁসি চাই৷ আমার ছেলের কোন দোষ ছিলো না৷ কানা বেলাল আমার ছেলে কে অহেতুক হত্যা করেছে৷ আমি অন্যান্য আসামিদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি৷
উখিয়া থানা অফিসার ইনচার্জ আরিফ হোসেইন জানান, ওয়ারেন্ট আসামি মো বেলাল উদ্দিনকে র্যাব-১৫ আটক করে থানায় হস্তান্তর করেন৷ ওয়ারেন্ট আসামি বেলাল উদ্দিনকে রবিবার সকালে কক্সবাজার দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে৷
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-