কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের ভোজন মেলা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের বার্ষিক ভোজন মেলা ২০২৫ শহরের প্রাণ কেন্দ্র ডিভাইন ইকো রিসোর্টে এক মনোরম পরিবেশে ফোরামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিরাজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আজ ১লা ফেব্রুয়ারী (শনিবার) সাধারণ সম্পাদক ব্যাংকার রফিকুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত ভোজন মেলায় স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক ব্যাংকার আলী আহমদ।

বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র উপদেষ্টা কক্সবাজার বার এসোসিয়েশনের সহ সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, উপদেষ্টা অধ্যাপক গিয়াসউদ্দিন চৌধুরী, ফোরামের সিনিয়র সহ সভাপতি এনজিও কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তাওহীদ বেলাল, মাওলানা কবির ছিদ্দিকী, জসিম উদ্দিন চৌধুরী, আবুল হোসেন রাজু অ্যাডভোকেট মনিরুল ইসলাম, অ্যাডভোকেট রশিদুল হক, অ্যাডভোকেট নুরুল কবির,অ্যাডভোকেট আরিফুল মোস্তফা, ব্যবসায়ী মুহাম্মদ সেলিম, মুহাম্মদ হাসান, মৌলানা বদিউল আলম, প্রধান শিক্ষক কুতুব উদ্দীন প্রমুখ।

এসময় উপস্থিত সকলে টেকনাফের সৌন্দর্য ও সুনাম অর্জনে সহযোগিতায় আস্বস্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে ফোরামের স-হসভাপতি মরহুম অ্যাডভোকেট মোক্তার আহমেদের শোক প্রস্তাব করে দোয়া করা হয় এবং পরিবারের বড় ছেলের হাতে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ফোরামের প্রতিষ্ঠায় অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আয়ুব বাঙালী, সিনিয়র উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, ফোরামের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিরাজুল কবির, উদ্যোগক্তা সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, উদ্যোগক্তা ও প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক রফিকুল মোস্তফা, উদ্যোগক্তা ও প্রতিষ্ঠাতা, অর্থ সম্পাদক আলী আহমদকে।

আয়োজনের ২য় পর্বে ক্রীড়া প্রতিযোগিতা ও জমকালো মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও পুরস্কার বিতরণের মাধ্যমে ভোজন মেলা সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর