কক্সবাজার জার্নাল রিপোর্ট:
কক্সবাজারের উখিয়ার মনখালীতে সরকারি খাসজমি দখল করে চিংড়ি ঘের তৈরি করার সময় খনন কাজ বন্ধ করে প্রায় চার একর জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
সোমবার(২৭ জানুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী কক্সবাজার জার্নালকে জানান,” সরকারি খাস খতিয়ানের ৩.২০ একর জমি দখল করে অবৈধভাবে চিংড়ি ঘের তৈরির জন্য খনন করার সময় অভিযান পরিচালনা করে কাজ বন্ধ করে দেওয়া হয়। এসময় দখলে থাকা খাসজমি দখলমুক্ত করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।”
এদিকে, মেরিন ড্রাইভ সংলগ্ন খাসজমি দখল করে ইতিপূর্বেও একটি সিন্ডিকেট অবৈধভাবে চিংড়ি ঘের তৈরি করেছিলো। গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলার অবনতির সুযোগে পুনরায় দখল করে খাস খতিয়ানের এসব জমি। বার বার একই ঘটনার পুনরাবৃত্তি যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সচেতন মহল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-