মোহাম্মদ ইমরান :
জুলাই বিপ্লব পরবর্তী উখিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রথম মাসিক সভা আজ সোমবার ২৭ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, অবৈধ ভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড, সীমান্তে চোরাচালান বন্ধ ও যানজট নিরসনে সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় উখিয়া সেনাবাহিনী ক্যাম্পের অধিনায়ক মেজর আরেফিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরী, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা প.প কর্মকর্তা ডা: রঞ্জন বড়ুয়া, ট্রাফিক ইনচার্জ জানে আলম, হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুব, জামাত নেতা মাওলানা আবুল ফজল, মাওলানা সুলতান, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, ছাত্র প্রতিনিধি হাসেম সিকদার জিসান, মো: শেখ সাঈদীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-