জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এড. শাহ আমিন

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

কমিটিতে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এডভোকেট শাহ আমিন চৌধুরীকে সভাপতি ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অসিক কুমার পালকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এডহক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।

চার সদস্যের এডহক কমিটির অপর দুই সদস্য হলেন, শিক্ষক প্রতিনিধি মো. শফিউল্লাহ ও অভিভাবক প্রতিনিধি ছিদ্দিক আহমদ।

চিঠিতে বলা হয়, সরকারের পূর্বানুমোদনক্রমে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা, ২০২৪-এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

এদিকে, নবনির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এডভোকেট শাহ আমিন চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস‍্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী, জেলা ও উপজেলা প্রশাসন এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান বাড়ানো, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে বিদ্যালয়ের যে সকল সমস্যা গুলো রয়েছে তা নিরসনে নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

আরও খবর