‘শাম্মী ছিল শান্ত ও চুপচাপ’

জবি প্রতিনিধি :

‘শাম্মী ছিল খুব শান্ত প্রকৃতির। সব সময় চুপচাপ থাকতো। বন্ধুদের সঙ্গেও মিশতো কম। গত কয়েকদিন ঠিকঠাক ক্লাসে আসতো না। জিজ্ঞাসা করলে বলতো- ভালো লাগে না, শরীর খারাপ। এর বেশি কখনো কিছু বলেনি।’

রোববার এসব কথা বলেন সাবরিনা রহমান শাম্মীর বান্ধবী আকলিমা খাতুন। আজ ভোরে রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেস থেকে শাম্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শাম্মী যশোর জেলার চৌগাছা থানার নারায়ণপুর গ্রামের জাহিদুর রহমানের মেয়ে।

শাম্মীর বান্ধবী বলেন, শাম্মী ক্লাসে কম কথা বলতো এবং অন্যদের সঙ্গে মেলামেশা করতো কম। তার বয়ফ্রেন্ড ছিল শুনেছি। কিন্তু ভিডিও কলে রেখে আত্মহত্যার বিষয়টি সঠিক নয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য শাম্মীর মরদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ভোর পাঁচটায় ঘটনা শোনা মাত্রই আমি সূত্রাপুর থানায় যায়। প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি বুয়েটের এক শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার নেপথ্যের আসল ঘটনা জানা যায়নি।

আরও খবর