কক্সবাজার সমুদ্র সৈকতে প্রশাসনের অভিযান

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজার সমুদ্র সৈকতের অনিয়ম, অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন।

জানা যায়, ম্যাজিস্ট্রেটের অভিযানে একে একে পালিয়ে যায় ভ্রাম্যমান হকার, ঘোড়ার ভাড়াটিয়া, কলা বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতাসহ অন্যরা। অভিযানে অনিবন্ধিত ও ঝুকিপূর্ণ টিউব ভাড়া দিয়ে পর্যটকদের সঙ্গে প্রতারণার অভিযোগে বেশকিছু টিউব নষ্ট করে দেয়া হয়। অভিযানের পর, পুরো সৈকতে ফিরে আসে সৌন্দর্য। দীর্ঘদিন পর অভিযানে পর্যটকদের স্বস্তি মিললেও টেকসই পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন পর্যটকরা।

পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, পর্যটকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈকতে বেশকিছু অনিয়ম পেয়েছেন তিনি। এ সময় কিছু ভ্রাম্যমান হকারদের বেশকিছু মালামাল জব্দ করেছেন।

আরও খবর