কক্সবাজারে যৌথ অভিযানে ১ কোটি ১৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ : ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার শহরে যৌথ অভিযানে ১ কোটি ১৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একটি অসৎ চক্র কক্সবাজারের বড় বাজার কস্তরা ঘাট ও মাঝির ঘাট সংলগ্ন এলাকায় দুইটি গুদামে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবসা করেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৫ জানুয়ারি শনিবার দুপুর ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড, পুলিশ এবং কক্সবাজার উপজেলা মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ২ টি গুদাম থেকে আনুমানিক ১ কোটি ১৫ লক্ষ মিটার কারেন্ট জালসহ একজন কারেন্ট জাল ব্যবসায়ীকে আটক করা হয়।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটককৃত অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী মো. শাহারিয়ার (২৮)কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলা‌দেশ সরকা‌রের নী‌তিমালা অনুযায়‌ী ভ‌বিষ‌্যতেও কোস্ট গার্ড কর্তৃক এধর‌নের নিষিদ্ধ জাল ধ্বং‌সের অভিযান অব‌্যাহত থাক‌বে।

আরও খবর