নিজস্ব প্রতিবেদক :
উখিয়া থানা বহুমুখী মটর চালক সমবায় সমিতি লিমিটেডের নিয়মিত সদস্যদের বাদ দিয়ে গঠিত এডহক কমিটি ও তফসিল ঘোষণা পরবর্তী গঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে সাধারণ সদস্যরা।
শনিবার(২৫ জানুয়ারি) সন্ধ্যায় কোর্টবাজার স্টেশনে সমিতির কার্যালয়ে প্রতিবাদ করেন সদস্যরা।
তারা জানায়,”আমরা যারা প্রকৃত ট্রাক-পিকআপ চালক রয়েছি সেরকম ৪৪১জন সদস্যকে বাদ দিয়ে যারা চালক নয় তাদের দিয়ে একটি এডহক কমিটি গঠন করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হচ্ছে। যা কোনোমতে গ্রহণযোগ্য হতে পারেনা। চালক নয় এমন কাউকে আমরা কমিটিতে চায়না। অবিলম্বে এ কমিটি বাতিল করে আমাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান তারা।”
এদিকে, বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক নুরু জানায়,”৫ আগস্টের পর হুট করে চালক নন এমন কতগুলো লোকজন এসে একটি সমবায় সমিতির কার্যালয় কিভাবে সন্ত্রাসী কায়দায় দখল করে সেটি সাধারণ সদস্যদের ভাবিয়ে তুলছে। কোনো কারণ ছাড়াই সমিতির নিয়মিত ৪৪১ জনকে বাদ দেওয়ার বিষয়ে জেলা সমবায় কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গিয়াস উদ্দিন, নুরুল আলম, সাকের উদ্দিন, নাজু, ছদর উদ্দিনের নেতৃত্বে ৭/৮জন উড়ে এসে জুড়ে বসার সমিতি এটা নাহ। উখিয়া থানা বহুমুখী মটর চালক সমবায় সমিতি একটি নিবন্ধিত সমিতি। সমবায় নীতিমালা অনুসরণ করে আমরা সমিতির সকল কার্যক্রম পরিচালনা করে আসছি। সমিতির যেসব সদস্য বাদ দেওয়া হয়েছে তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। সমিতির নিয়মিত সদস্যদের অধিকার আদায়ে যা যা করার সবসময় করতে প্রস্তুত রয়েছি।”
অন্যদিকে, অনতিবিলম্বে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন সচেতন মহল।
তাই উখিয়া উপজেলা বহুমুখী মোটর চালক সমবায় সমিতি লি. সংগঠনে ৫৬১ জন সদস্য উক্ত সংগঠনে পূর্ণাঙ্গ সদস্য এনে তফসিল ঘোষণা করার দাবী যদি না হয় তবে কঠোর আন্দোলনের হুশিয়ারি সাধারণ সদস্যদের।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-