নিজস্ব প্রতিবেদক :
উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়া এলাকায় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী বদিউল আলমের পাশে দাড়াঁলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে অন্য নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান তিনি
শুক্রবার (২৪ জানুয়ারি) অগ্নিকাণ্ডের ঘটনা স্থলে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় সুলতান মাহমুদ চৌধুরী বলেন, দাউদাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে বদিউল আলমের। সকালেই আগুন লাগার খবরে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর খুবই মর্মাহত হয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সহমর্মিতা জানান। পরবর্তীতে তাঁর নির্দেশনায় নেতা কর্মীদের নিয়ে পরিদর্শনে যায়।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমরা আমাদের দলের স্থানীয় তহবিল থেকে কিছু আর্থিক অনুদানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যদিও ক্ষতির তুলনায় এটা তেমন কিছু নয়, তবুও এই বিপদ মুহূর্তে উনার প্রতি আপাতত একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মাত্র।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের বলেছি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পরিবারের পাশে দাঁড়াতে এবং সহযোগিতার হাত বাড়াতে। এই ধরনের দূর্ঘটনা খুবই কষ্টের। অবশ্যই আরও সাবধানতা অবলম্বন করতে হবে ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়।
এসময় বিএনপি নেতা আবুল হোসেন মেম্বার,শামশুল আলম সোহাগ, জসিম উদ্দিন,এড. শাহ আমিন চৌধুরী, প্রভাষক আরফাত চৌধুরী, খাইরুল আমিন, ছৈয়দ আলম, প্রভাষক জালাল উদ্দীন, রাহামত উল্লাহ, এড. দেলোয়ারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের লম্বরীপাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বদিউল আলমের মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এতে দোকানে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকানীর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-