নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকা দিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে অবস্থানকালে এক দালালসহ ১৯ জন মালয়েশিয়াগামীকে আটক করেছে নৌবাহিনী।
সোমবার (২০ জানুয়ারি) রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর আইএসপিআরের গণসংযোগ কর্মকর্তা বলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে কয়েকটি ঘরে অনেক ভিকটিম অবস্থান করছে- এমন উক্ত সংবাদ পেয়ে নৌবাহিনীর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে একজন দালাল, দুইজন বাংলাদেশি নাগরিক ও ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।
আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-