উখিয়ায় বনভূমিতে পাহাড় কেটে দালান নির্মাণ!

বার্তা পরিবেশক :

কক্সবাজারের উখিয়ার কুতুপালং পিএফ পাড়ায় সংরক্ষিত বনভূমির বিশাল পাহাড় কেটে হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোকন বড়ুয়ার নেতৃত্বে দালান নির্মাণ কাজ করে যাচ্ছেন সুমন চাকমা নামের এক যুবক।

সরেজমিনে জানা যায়, দীঘদিন ধরে সুমন চাকমার সাথে কন্ট্রাক করে খোকন বড়ুয়া ২০/৩০জন রোহিঙ্গা শ্রমিক দিয়ে সংরক্ষিত বনবিভাগের বিশাল পাহাড় কেটে বাড়ি নির্মান কাজ অব্যাহত রেখেছেন।

এদিকে, পাহাড় কেটে পরিবেশকে হুমকির মুখে ঠেলে দেয়া এই চক্রটি সংঘবদ্ধ। পাহাড় কাটা শুরু করলে প্রশাসনের আশেপাশে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে তাদের লোকজন পাহারায় থাকেন। তাই প্রশাসন অভিযানে বের হলেই তারা সটকে পড়েন। এইভাবে দিনের পর দিন পাহাড় কেটে সাবাড় করে বাড়ি নির্মান কাজ অব্যাহত রেখেছেন এবং চারপাশের পরিবেশকে চরম ঝুঁকির মধ্যে রেখেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খোকন বড়ুয়ার আশ্রয় প্রশ্রয়ে সুমন চাকমা প্রভাব কাটিয়ে কোনোকিছু তোয়াক্কা না করেই পাহাড় কেটে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে। যা আমাদের চরম ঝুঁকির মধ্যে রেখেছে।

অন্যদিকে বিষয়টি বনবিভাগের নজর আসলে তারা সরেজমিনে গিয়ে চলমান কাজ বন্ধ রাখার নির্দেশনা দিলেও সে না মেনে কাজ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি বলেন, স্থাপনা নির্মানের খবরে সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়ায় স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে এবং পাহাড় কেটে স্থাপনা করায় মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর