নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে যত্রতত্র অবৈধভাবে গড়ে ওঠা ৫০টি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। একই সঙ্গে আইনবহির্ভূত পার্কিংয়ের জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে।
গত রোববার রাত ১০টা থেকে চালানো এক অভিযানে সৈকতের সুগন্ধা, কলাতলী ডলফিন মোড় ও কলাতলী বিচ থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এই তথ্য জানান।
তিনি জানান, কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বারের সড়কগুলো অবৈধভাবে দখল করে অনুমোদনহীন দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি করা হয়। এতে পর্যটকদের চলাচলে বাধাগ্রস্ত হবার পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। অনুমোদনহীন দোকানগুলোকে সরে যেতে কয়েকবার মাইকিং করা হয়। এরপরেও সরেনি অবৈধ দখলদাররা।
অবশেষে রোববার রাতে চার ঘণ্টার অভিযানে সুগন্ধা রোড, বিচ পয়েন্ট, কলাতলী ডলফিন মোড়, কলাতলী বিচে প্রবেশ পথ, কলাতলী বিচ এলাকায় অবৈধ হকার, দখলদারদের উচ্ছেদ করা হয়।
এ সময় ৫০টি অনুমোদনহীন দোকান গুঁড়িয়ে দেওয়া হয় এবং ১০০ হকার ও দখলদারকে উচ্ছেদ করা হয়। আর আইনবহির্ভূত পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড দেওয়া হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।
অভিযানে ককসবাজার জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, জেলা আনসার ব্যাটালিয়ন ও কঙবাজার পৌরসভার কর্মীরা অংশগ্রহণ করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-