নিজস্ব প্রতিবেদক :
মহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬টি ওয়ারেন্ট মূলে ৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) গভীররাতে এসআই মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় এসআই সুমিত বড়ুয়া, এসআই মোশারফ হোসেন, এএসআই এমদাদ, এএসআই এজাহার, এএসআই লিংকন ফোর্সসহ অভিযান পরিচালনা করে মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিআর-৯৫৮/২০ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী বড় মহেশখালী শীলপাড়া এলাকার মৃত যোগেন্দ্র নাথের ছেলে অরুণ শীল ওরফে মনিয়া (৫৩), জিআর-১২/১২, জিআর-০১/০৮ এবং জিআর-০৯/১৪ ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হোয়ানক কেরুনতলী এলাকার আবদুল হামিদের ছেলে মো. শাহজাহান ও জিআর-৩৩৩/১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কালামারছড়ার নোনাছড়ি এলাকার জাবের আহমেদের ছেলে আবদুল মোনাফ(৪৫) এবং জিআর-২৫/০৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কালামারছড়ার দক্ষিণ ঝাপুয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে ফরিদুল আলম(৩৫)।
- আরও পড়ুন : মহেশখালীতে ডাবল সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১৭ জানুয়ারি) ডাবল সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-