কক্সবাজার জার্নাল রিপোর্ট :
কক্সবাজারের উখিয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন এবং বিএসটিআই নির্দেশনা অমান্য করে পণ্যদ্রব্য তৈরির অপরাধে আইন লঙ্ঘন করার দায়ে ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম।
সোমবার(২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বিএসটিআইয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য,উৎপাদন তারিখ ও মেয়াদের সময় না থাকায় ওজন পরিমাপ মানদন্ড আইনে নূর হোটেল থেকে ১০ হাজার টাকা, জনপ্রিয় বেকারি থেকে ২০হাজার টাকা ও আর রহমান বেকারি থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় বিএসটিআই কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক শিমু বিশ্বাস ও পরিদর্শক রনজিত কুমার মল্লিক উপস্থিত ছিলেন।
জানা যায়, লাইসেন্সবিহীন এসব বেকারিতে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। যার মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া তৈরি করা পণ্যের মেয়াদ উল্লেখ না থাকায় আরও শঙ্কিত সচেতন মহল।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন,” বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় অভিযান পরিচালনা করে দুটি বেকারিকে( আর রহমান ও জনপ্রিয় বেকারি) ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে উখিয়া নুর হোটেলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এর আগে কক্সবাজার জার্নাল ডটকম-এ উখিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য শিরোনামে সংবাদ প্রকাশিত হলে অভিযান পরিচালনা করে প্রশাসন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-