উখিয়া প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের দ্বী-বার্ষিক সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ও প্রধান উপদেষ্টা জাহেদুল ইসলাম বলেন, মানুষের তৈরি আইনে শ্রমিক শোষণ বন্ধ হবে না। শ্রমিক শোষণ বন্ধ করা ও শোষণ থেকে মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রত্নাপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহেদুল ইসলাম আরও বলেন, সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। অতীতে অনেক সংগঠন শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবার গুটি হিসেবে শ্রমিকদের ব্যবহার করেছে। তারা শ্রমিকদের অধিকার হরণ করেছে।
তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষ বিভিন্ন শ্রমের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত থাকার পরও চিকিৎসা, শিক্ষা ও আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
উক্ত দ্বী-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রত্নাপালং ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহসিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা সহ-অধ্যাপক মাওলানা আবুল ফজল, শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়ার সভাপতি রিদুয়ানুল হক জিসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রত্নাপালং ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাষ্টার মোহাম্মদ হাশেম , শ্রমিক কল্যান ফেডারেশন রাজাপালং ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোহাম্মদ রুহুল আমিন, উপদেষ্টা সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন, রত্নাপালং ইউনিয়নের উপদেষ্টা ইব্রাহীম রাশেল ,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও উপদেষ্টা সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর, শ্রমিক কল্যান ফেডারেশনের উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ, কোর্টবাজার সাংগঠনিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ প্রমুখ
পরে আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য মোহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি, মোহাম্মদ আনোয়ার সহ- সভাপতি ও মমতাজ উদ্দিন সহ- সভাপতি মোহাম্মদ হামিদকে সাধারণ সম্পাদক , আব্দুল্লাহ আল মামুনকে সহ সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে শপথ বাক্য পাঠ করান শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিসান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-