উখিয়ায় গভীররাতে ইউএনও’র অভিযান: যুবক আটক, ট্রাক ও এক্সেভেটর জব্দ!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ায় মাটিখেকোদের বিরুদ্ধে গভীররাতে অভিযান পরিচালনা করেছেন নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী। এসময় অবৈধভাবে মাটি কাটায় জড়িত ময়মনসিংহের গৌরিপুরের এলাকার রুস্তম আলী’র পুত্র মোহাম্মদ সজীব (২৫) কে আটক করা হয় এবং জব্দ করা হয় মাটি বহনের কাজে ব্যবহৃত ট্রাক ও এক্সেভেটর।

শুক্রবার (১৭ জানুয়ারি) গভীররাতে উপজেলার উপকূলীয় ইউনিয়ন জালিয়াপালংয়ের মনখালী মেরিনড্রাইভ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, পট পরিবর্তনের পর উখিয়ায় সম্প্রতি বৃদ্ধি পেয়েছে বন ও পরিবেশ ধ্বংসে জড়িত দুর্বৃত্তদের দৌরাত্ম্য, বিভিন্ন স্পটে নির্বিচারে চলছে পাহাড় নিধনের পাশাপাশি অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন। তারই ধারাবাহিকতায় উপজেলার জালিয়াপালংয়ের মনখালী মেরিনড্রাইভ এলাকায় মাটি কেটে অন্যত্র বিক্রির ব্যবসা করে আসছে একটি সিন্ডিকেট। কোন ধরণের আইন বা নিয়ম নীতির তোয়াক্কা না করেই ওই চক্রটি গভীর রাতে মাটি বহন করে আসছিল।

বিষয়টি অবগত হয়ে উখিয়ার ইউএনও নজরদারি বৃদ্ধি করেন এবং শুক্রবার গভীররাতে খবর আসে মেরিন ড্রাইভে অবৈধ পন্থায় এক্সেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছিল। আবার সেই মাটি ট্রাকে করে অন্যত্র পাঠানোর কাজও চলমান। ওই মুহুর্তে পুলিশ নিয়ে হাজির হন ইউএনও কামরুল হোসেন চৌধুরী। এসময় ট্রাকসহ একজনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে দায় স্বীকার করায় আটক যুবকে ভ্রাম্যমান আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, সকল অনিয়ম দূর্নীতির বিরূদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সরকারের নির্দেশে দেশের স্বার্থে কাউকে প্রভাব ও বল প্রয়োগ করে কোন ধরনের অনিয়ম করতে দেব না।

আরও খবর