ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে চট্টগ্রাম থেকে ধরল র‍্যাব

কক্সবাজার জার্নাল রিপোর্ট :

কক্সবাজারের চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ দিদারকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মোহাম্মদ দিদার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বানিয়ারছড়র জাফর আলমের ছেলে।

১৫ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর কর্নফুলী থানার মইজ্জারটেক এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, কক্সবাজার সদর থানায় দায়ের করা মামলায় মোহাম্মদ দিদারের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় যাবজ্জীবন কারাদ ও নগদ ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে দিদার চট্টগ্রামে পলাতক রয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে চট্টগ্রাম কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় অভিযান করে দিদারকে গ্রেপ্তার করা হয়েছে। দিদারকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর