আবদুল্লাহ আল আজিজ :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঁশ-বোঝাই ট্রাকচাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ‘মুক্তি কক্সবাজার’ নামের একটি বেসরকারি সংস্থার নারী শিক্ষকের।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কুতুপালং ক্যাম্প ওয়ান ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বসরী (২৫) উখিয়া জালিয়াপালং প্যাইনাশিয়া বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। তার ২ বছরের একটি ছেলে শিশু রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে অফিস শেষ করে বাড়ি যাওয়ার সময় বেসরকারি সংস্থা ‘মুক্তি কক্সবাজার’ এর এক নারী শিক্ষক বাশঁ-বোঝাই ট্রাকচাকায় পিষ্ট হয়ে মারা গেছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ এবং ঘাতক চালক ও ট্রাকটি আটক করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-