প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা!

বার্তা পরিবেশক :

গত ১৪ জানুয়ারি কক্সবাজারের বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশিত “পুলিশ পরিচয়ে অপহরণের পর রিসোর্ট দখল” শীর্ষক মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত উক্ত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি অনুমান নির্ভর, ভিত্তিহীন ও আমাদের ভাবমূর্তি বিনষ্টের হীন প্রচেষ্টা ও প্রশাসনকে বিভ্রান্তি করা ছাড়া আর কিছুই নয়।আমরা এই সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদে উল্লেখিত ইনানী এলাকায় পুলিশ পরিচয়ে একজন ব্যাক্তি অপহরণের পর তার রিসোর্ট ও জমি দখল করা হয়েছে। যা একদম ভিত্তিহীন। এছাড়াও সংবাদে উল্লেখিত ছৈয়দ আহমদ কটেজ নামের কোনো কটেজের অস্তিত্ব ইনানীতে নেই। অযথাই আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের এবং ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজের যুগ্ন আহবায়ক বহু অপকর্মের হোতা সালাহ উদ্দিন শান্ত ইনানীর পরিবেশ ঘোলাটে করার জন্য উঠেপড়ে লেগেছে। অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে বিএনপি নেতা ও জালিয়াপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনপ্রতিনিধি শামসুল বলেন, এই ধরনের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমি একজন সফল জনপ্রতিনিধি হিসেবে জনগণের ভালোবাসা নিয়ে স্বপ্ন সামনে এগিয়ে যাচ্ছি। তাই আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে কিছু চক্র, তাদের সতর্ক করছি । সামনে এমন অনাকাঙ্ক্ষিত কিছু আর দেখব না বলেও আশা করছি।

তিনি বলেন, পুলিশ পরিচয়ে অপহরণের পর রিসোর্ট দখল” নেয়ার খবরটি সঠিক নয়। এটি মনগড়া ও ভুয়া সংবাদ। এতে প্রশাসন ও সংশ্লিষ্টদের কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, একশ্রেণীর সুবিধাভোগী আমাদের কাছ অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা, ভূয়াঁ সংবাদ প্রকাশ করিয়েছে। সংবাদে বিএনপি, যুবদল নেতার নাম উল্লেখ করার কারণে স্বনামধন্য রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। আমাদের সুনাম রক্ষা করতে প্রয়োজনে মানহানি মামলার মাধ্যমে আইনের আশ্রয় নিব এবং উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা করবো।

তাই আমরা উক্ত মিথ্যা ও ভুঁয়া সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি যাচাই-বাছাই করে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী:
শামসুল আলম
আমিন উল্লাহ
মো. ইউসুফ

আরও খবর