কক্সবাজার জার্নাল রিপোর্ট :
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের হলদিয়া পালং বিটের রুমখাঁ ক্লাসপাড়া এলাকায় সন্ধ্যা নামলেই রোহিঙ্গা শ্রমিক দিয়ে শুরু হয় পাহাড় সাবাড় করার মহোৎসব।
রবিবার(১২ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বনবিভাগ। অভিযানের সময় স্থানীয় আবদুল মান্নানের পাহাড় কাটার স্পটে পাহাড় কেটে মাটি ভর্তি করার সময় ঘটনাস্থল থেকে একটি ডাম্পার জব্দ করতে সক্ষম হয় আভিযানিক দল। সহকারী বন সংরক্ষক( উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন অভিযানের নেতৃত্ব দেন।
জানা যায়, প্রতিনিয়ত রাতের আঁধারে পাহাড় কাটার মহোৎসব চলে হলদিয়া পালং বিটের বিভিন্ন এলাকায়। ক্লাসপাড়া এলাকায় আব্দুল মান্নানের নেতৃত্বে রাতভর পাহাড় কাটে ৫/৬জন রোহিঙ্গা শ্রমিক।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মো. শাহিনুর ইসলাম শাহিন জানায়,”কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের ক্লাসপাড়া এলাকায় পাহাড় কাটার সময় মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।”
অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বিট কর্মকর্তা জাহাঙ্গীর, ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত রহমান, জালিয়াপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামান সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-