সন্তানের হাতে স্কুল ড্রেস ও শীতের কাপড় তুলে দিতে পারেনি উখিয়ার জীবন!

কক্সবাজার জার্নাল প্রতিবেদক :

এক কন্যা এক ছেলে শিশুর স্কুলড্রেস, বইখাতা, ব্যাগ এবং শীতের কাপড় নিয়ে বাড়ি ফেরার পথে কক্সবাজারের রামুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সংবাদকর্মী শাহাব উদ্দিন জীবন (৩৬)।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর দেরটার দিকে খুনিয়াপালংয়ের স্কুলের পাহাড় এলাকার খুনিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সিএনজি যাত্রী সাহাব উদ্দিন জীবন উখিয়ার হলুদিয়াপালং ৩ নং ওয়ার্ডের বত্তাতলী এলাকার মৃত কাশেম আলীর পুত্র। সে দীর্ঘ ২২ বছর ধরে সংবাদপত্রের সাথে জড়িত ছিল।

শাহাব উদ্দিন জীবন তার মৃত্যুর আগপর্যন্ত সে দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামুর খুনিয়াপালং সড়কে কক্সবাজারগামী ট্রাক ও উখিয়াগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায় এবং সিএনজিতে থাকা যাত্রী শাহাব উদ্দিন জীবন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সিএনজিতে থাকা চালক সহ আরও ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। ট্রাকটি এন মোহাম্মদ গ্রুপের বলে জানা গেছে।

সংবাদকর্মী জীবনের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার এক স্ত্রী হুমাইরা এবং দুই কন্যা সন্তান ছিলো বলে জানা যায়।

এঘটনায় স্থানীয় জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রাখে। ফলে প্রায় ৩ ঘন্টা ধরে যানচলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন।

ঘাতক ট্রাক যার নং চট্র মেট্রো-ট ১১-৪৬৯৪ এবং দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি নং কক্সবাজার -থ ১১-৯৭৫৯।গাড়ি দুটি রামু ক্রসিং হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাছির উদ্দীন বলেন,ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছেন এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • শোক প্রকাশ:

এদিকে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার শাহাবুদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জার্নাল ডটকম পরিবার।

এক শোক বার্তায় মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন।

আরও খবর