কক্সবাজারে অটোরিকশা-মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং তিনজন আহত হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামুর খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল।

নিহত মোহাম্মদ শাহাবুদ্দিন (৩৫) উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মধ্য হলদিয়াপালং এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে আজিজুল বারী ইবনে জলিল বলেন, দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় কক্সবাজারমুখি মিনিট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনার পরপরই ঘাতক মিনিট্রাক নিয়ে চালক ও সহকারি পালিয়ে যায় বলে জানান তিনি।

আজিজুল বারী জানান, নিহতের লাশ রামু হাইওয়ে ক্রসিং থানায় রয়েছে।

  • শোক প্রকাশ:

এদিকে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার শাহাবুদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জার্নাল ডটকম পরিবার।

এক শোক বার্তায় মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন।

আরও খবর