এম্বুলেন্সে দুই বাসের ধাক্কায় বিস্ফোরণ, আগুনে পুড়ে নিহত ৪

অনলাইন ডেস্ক :

ঢাকার সাভারে একটি এম্বুলেন্সে যাত্রীবাহী দুটি বাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাস দুটি ধাক্কা দেওয়ার পরই এম্বুলেন্সে আগুন ধরে যায়। এ ঘটনায় এম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

বুধবার (৮ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে এম্বুলেন্সের ভেতরে থাকা চারজন পুড়ে মারা যান। নিহতদের মধ্যে দু’জন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। যদিও নিহতদের নাম-পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ২টার দিকে ঢাকাগামী একটি এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ টাউনের সামনে আইল‍্যান্ডে ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস ওই এম্বুলেন্সকে ধাক্কা দেয়।

একই সময় পাশে থাকা শ‍্যামলী পরিবহনের অপর একটি বাসের মধ‍্যেও সংঘর্ষ হয়। এতে হঠাৎ করেই এম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে পাশে থাকা দুটি যাত্রীবাহী বাসেও আগুন ছড়িয়ে পড়ে। তবে বাসের যাত্রীরা নিরাপদে নামতে পারলেও এম্বুলেন্সের ভেতরে আটকা পড়েন চারজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় এম্বুলেন্সের ভেতর থেকে চারজনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসের যাত্রীরা নিরাপদে নেমে গেলেও এম্বুলেসের ভেতরে থাকা চারজন পুড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও খবর