“প্রত্যাশী” সংস্থার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও ও অপপ্রচারের প্রতিবাদ

বার্তা পরিবেশক :


বিগত ২ জানুয়ারি, ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার, আব্দুল লতিফ বাচ্চু সংবাদকর্মী এবং সরওয়ার আলম শাহীন নামক আইডি কর্তৃক ফেসবুকে প্রচারিত একটি ভিডিও এবং তার তথ্য সম্পর্কে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভিডিওতে প্রদর্শিত তথ্যচিত্র সম্পূর্ণ মিথ্যা, ভুয়া এবং বানোয়াট।

উক্ত ভিডিওতে উল্লেখিত তথ্যে সেশনের স্বাক্ষরের তারিখ দেখানো হয়েছে ২৫ সেপ্টেম্বর, ২০২৪, যা সম্পূর্ণরূপে মিথ্যা।

প্রকৃতপক্ষে, উক্ত সেশনটি ২৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সংশ্লিষ্ট সেন্টারে কোনো সেশন অনুষ্ঠিত হয়নি।

উল্লেখ্য, ভিডিওটি ধারণ করেছেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন এক কর্মচারী, যিনি জিরো টলারেন্স ইস্যুর কারণে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বরখাস্ত হয়েছেন। ভিডিও ধারণকারী প্রাক্তন কর্মচারী তখন উক্ত কর্ম এলাকার দায়িত্বপ্রাপ্ত ছিলেন, যেখানে তার অনুমতি ব্যতীত ভলান্টিয়ার এই ধরনের কাজে লিপ্ত হওয়া সম্ভব নয়। প্রত্যাশীর সুনাম ক্ষুণ্ণ করার এই উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য।

প্রত্যাশী যেকোনো ধরনের প্রতারণার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আমাদের ফিন্যান্সিয়াল মনিটরিং সিস্টেম সকল আর্থিক কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে তত্ত্বাবধান করে। এই ভিত্তিহীন প্রচারণা আমাদের সংস্থা, কর্মচারী এবং অংশীদারদের (যারা নিষ্ঠার সঙ্গে কমিউনিটির সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ) জন্য অত্যন্ত বিব্রতকর।

  • নিবেদক
  • প্রত্যাশী কর্তৃপক্ষ

আরও খবর