টেকনাফে ৯৫ হাজার ইয়াবা ও ৯ লক্ষ টাকা উদ্ধার, কারবারি আটক

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে র‌্যাব-১৫-এর সদস্যরা ৯৫,১৩৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা এবং মাদক কেনার উদ্দেশ্যে মিয়ানমারের মুদ্রা ৫ লক্ষ ৫ হাজার কিয়াট উদ্ধার করেছেন। অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪১)। তিনি চকরিয়ার শাহারবিল ইউনিয়নের ছখিনা বাপের পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান জানিয়েছেন, শনিবার (৪ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফের মধ্যম জালিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। সেখানে মাদক ব্যবসায়ীদের একটি বসতবাড়িতে ইয়াবা কেনাবেচার প্রস্তুতির খবর পাওয়া যায়।

অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। নজরুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়, তবে কয়েকজন পালিয়ে যায়।

পরবর্তীতে বসতবাড়ি তল্লাশি করে ৯৫,১৩৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪ লক্ষ ২০ হাজার টাকা এবং মিয়ানমারের মুদ্রা ৫ লক্ষ ৫ হাজার কিয়াট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম জানান, তিনি প্রায় ৪-৫ বছর আগে টেকনাফে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করার সুবাদে তার শ্বশুরবাড়ি মধ্যম জালিয়াপাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরবর্তীতে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন এবং সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সহযোগীদের মাধ্যমে কক্সবাজারসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।

র‌্যাবের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দাখিল করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর