নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের পাগলিরবিল বিটের উত্তর বড়বিল এলাকায় পাহাড় কাটার খবরে অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। এসময় পাহাড় কাটার একটি স্কেভেটার জব্দ করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (রাজারকুল রেঞ্জ কর্মকর্তা) অভিউজ্জামান নিবিড় ও সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) শাহিনুর ইসলাম শাহিন। যৌথ অভিযানে পাহাড় কাটার ঘটনাস্থল পরিদর্শন করে স্কেভেটার জব্দ করেন।
এসময় অবৈধভাবে বনভূমি দখল করে দালাল নির্মাণের খবরে সেখানেও অভিযান পরিচালনা করে উচ্ছেদের নির্দেশ দেন সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বড়বিল এলাকার নুরুল আলমের নেতৃত্বে পাহাড় কাটার মহোৎসব চলছে। গত এক দশক সময় যাবত ঐ এলাকার পাহাড় কেটে সমতল করছে একটি সিন্ডিকেট।
অভিযানের নেতৃত্ব দেওয়া রাজারকুল রেঞ্জ কর্মকর্তা জানান,”গোপন সংবাদের ভিত্তিতে পাহাড় কাটার স্পট পরিদর্শন করে ঘটনাস্থল থেকে একটি স্কেভেটার জব্দ করা হয়। এছাড়া বনভূমিতে অবৈধভাবে নির্মাণ করা একটি দালান উচ্ছেদের নির্দেশনা প্রদান করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।”
অভিযানে পাগলিরবিল বিট কর্মকর্তা আব্দুল জলিল, উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-