কক্সবাজার জার্নাল ডটকম :
কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ সহ ৩ পুলিশ কর্মকর্তার বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন।
৪ জানুয়ারী (শনিবার) কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ জেলার শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা হিসেবে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ, এসআই মহসিন চৌধুরী (পিপিএম), এএসআই শিবল দেব-এর হাতে ক্রেষ্ট ও নগদ টাকা সম্মাননা হিসেবে প্রদান করেন।
জানা যায়, গত ডিসেম্বর মাসে অত্যাধুনিক বিদেশি জি-৩ রাইফেল সহ ৪ টি অস্ত্র উদ্ধার, রেকর্ড সংখ্যক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, মামলা তদন্ত ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদানের জন্য মহেশখালী থানার ওসি-সহ ৩ পুলিশ কর্মকর্তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
প্রসঙ্গত, এসআই মহসিন চৌধুরী ২০০৩ সালে যোগ দেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে। এরপর থেকে জীবনের ঝুঁকি নিয়ে একাধিকবার অভিযান পরিচালনা করেছেন। নিজের মেধা ও বিচক্ষণতা দিয়ে সমাধান করেছেন একাধিক মামলার জট।
তার স্বীকৃতি স্বরূপ তিনি ২০১৭ সালে আইজি ব্যাজ, লক্ষীপুর জেলায় ৩৮ বার পুরষ্কার লাভ করেন। এরপর ২০২১ সালের সেপ্টেম্বর মাসে চলে আসেন সমুদ্র নগরী কক্সবাজারে। এখানেও তিনি স্বাক্ষর রাখেন তার বিচক্ষণতার। সততা নিষ্ঠায় তিনি অল্পদিনে ভরসার নাম হয়ে ওঠেন। যার ফল হিসেবে কক্সবাজারে যোগদানের ১৪ মাসের মাথায় ২০২২ সালে আবারো পান আইজি ব্যাজ। এছাড়াও কক্সবাজার জেলায় ২৯ বার শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেয়েছেন এবং তারই ধারাবাহিকতায় সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ঘোষিত হয়েছিলেন পুলিশের সর্বোচ্চ পদক “প্রেসিডেন্ট পুলিশ মেডেল” এ। এটি একটি বিরল সম্মাননা।
এছাড়াও মহেশখালী থানায় যোগদানের এক মাসের মাথায় বিভিন্ন মামলায় দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত ৩৭ জন আসামিসহ, ওয়ারেন্টভুক্ত, মাদক, সামাজিক দাঙ্গা, ও নানাবিধ অসামাজিক কার্যকলাপে জড়িত ৬৬জন আসামিকে গ্রেফতার করে রেকর্ড করেন। স্বল্প সময়ের মধ্যে জনসাধারণের ভালোবাসা অর্জন করে প্রশংসায় ভাসছেন মহেশখালী থানার নতুন এসআই (উপপরিদর্শক) মহসিন চৌধুরী -পিপিএম।
মহসিন চৌধুরী ১৯৮৩ সালে চট্টগ্রামের চন্দনাইশ থানার কানাইমাদারি গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার জন্মের ৪১ দিন পর তার বাবা আমিন শরিফ চৌধুরী মারা যান। তার পিতা মরহুম আমিন শরিফ একজন সৎ ও মানবিক ব্যক্তি ছিলেন। ৪ বোনের মধ্যে একমাত্র ভাই তিনি। মায়ের পরিশ্রম, দোয়া ও অনুপ্রেরণায় ২০০৩ সালে খাগড়াছড়ি ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-