মহেশখালীতে ডাবল সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে দুই সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশের চৌকস আভিযানিক দল।

বুধবার (১লা জানুয়ারি) গভীররাতে মহেশখালী থানা এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ডাবল সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার হরিয়ারছড়া এলাকার নুরুল হকের ছেলে এসটি-১৬২৩/২২ (প্রতারণা) মামলার (এক বছরের সাজাপ্রাপ্ত) আসামী আমান উল্লাহ (৪০) ও মুন্সির ডেইল আবদুস শুক্কুরের ছেলে জিআর-৩১২/১৯ (মাদক) মামলার (এক বছরের সাজাপ্রাপ্ত) আসামী আবুল হাশেম (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ জানান, এক বছর করে সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক আসামি আমান ও হাশেমকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মহসীন চৌধুরী-পিপিএম ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর