উখিয়ায় ওভারটেক করতে গিয়ে বাস চাপায় প্রাণ গেল দুই যুবকের!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজার উখিয়ায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার থাইংখালী মরাগাছতলা গ্যাস পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— লিটন গাজী (১৮) ও আবদুর রহমান (১৮)। এরমধ্যে লিটন সাতক্ষীরা তালা উপজেলার আনিস গাজীর ছেলে এবং আবদুর রহমান উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১২ জি ৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে।

শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুল আলম কক্সবাজার জার্নালকে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সামনে থাকা একটি ট্রাক গাড়িকে ওভারটেক করার চেষ্টাকালে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেল থেকে ছিটকে পড়া দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলেন, মেরিজ সিগারেটের দুই কর্মী মোটরসাইকেলে বৃহস্পতিবার দুপুরে থাইংখালী থেকে উখিয়ার উদ্দেশ্যে আসার পথে বালুখালী মরাগাছতলা মোড়ের একটু আগে আসলে একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টাকালে পড়ে যায়। এসময় অপরদিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহীকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে দুই আরোহী নিহত হন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন কক্সবাজার জার্নালকে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরবর্তীতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আরও খবর