কক্সবাজার জার্নাল ডটকম :
থার্টিফার্স্ট উপলক্ষে কক্সবাজার শহরের একটি মাদক ডিপোতে মজুদকালে ৫০০ লিটার চোলাই মদ বোঝাই পিকআপ ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা সোমবার ভোরে শহরের গোল দিঘিরপাড় বৈদ্যঘোনা রোডে অভিযান চালিয়ে চোলাই মদের চালানটি আটক করে।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের উপ-পরিচালক সিরাজুল মোস্তফা জানিয়েছেন, বিদায়ী বছরের থার্টিফার্স্ট উদযাপনের জন্য সৈকত নগরী কক্সবাজারে প্রচুরসংখ্যক পর্যটকের ভিড় জমে। শহরের গোপন মাদকের ডিপোগুলোতে বিশেষ দিনে বিক্রির জন্য অতিরিক্ত মাদক মজুদ করার গোপন সংবাদ ছিল।
এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের একটি বিশেষ দল বৈদ্যঘোনা এলাকার রবিউল হক নামের মাদক বিক্রেতার ডিপো লক্ষ্য রেখে ওঁৎ পেতে থাকে। পরে ভোর রাতের দিকে নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে চোলাই মদের চালান বোঝাই একটি পিকআপ ভ্যান উক্ত মাদকের ডিপোতে এসে পৌঁছামাত্রই মাদক নিয়ন্ত্রণকর্মীর দল অভিযান চালিয়ে ভ্যানটিসহ একজনকে আটক করেন। পরে ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০০ লিটার চোলাই মদের ৫০টি পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়।
সেই সঙ্গে হাতেনাতে আটক করা হয় আবদুস সালাম (২২) নামের এক মাদক কারবারিকে।
অভিযানকালে মূল মাদক কারবারি রবিউল হক (৫৫) ও অজ্ঞাতনামা ভ্যানচালক পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও দুই পলাতক ব্যক্তির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-