নিজস্ব প্রতিবেদক, উখিয়া:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন মো মোস্তফা কামাল।
শনিবার (২৮ ডিসেম্বর) থাইংখালী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) স্কুলে প্রতিষ্ঠাতা দাতা সদস্য ও শিক্ষক কর্মচারীগণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছ জানানো হয়।
এরআগে গত (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে থাইংখালী উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক এম.এ আব্দুর রহিম হেলালী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব মো মোস্তফা কামাল কে হস্তান্তর করেন।
জানা যায়, গত ২০২০ সালে ২০ সেপ্টেম্বর থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ হয়৷ নিয়োগের ৪ বছর ৪ মাস পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো মোস্তফা কামাল।
উল্লেখ্য, মো মোস্তফা কামাল পড়াশোনা শেস করে শিক্ষকতা জীবন শুরু করেন ২০০৩ সালের ১ ডিসেম্বর পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) হিসেবে৷ এরপরে সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ পাই ২০২০ সালের ২০ সেপ্টেম্বর থাইংখালী উচ্চ বিদ্যালয়ে। সেখানে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়া শিক্ষকতা জীবনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পুরস্কার পুরস্কৃত হয়৷ সেরা কন্টেন্ট নির্মাতা শিক্ষক বাতায়ন হিসেবে পুরস্কৃত হয়৷ জেলা এ্যাম্বাসেডর কক্সবাজার, এটুআই শিক্ষা মন্ত্রনালয়ে পুরস্কৃত হয়। পাশাপাশি তিনি তথ্য প্রযুক্তির দিকে উখিয়া প্রথম মোস্তফা কম্পিউটার এন্ড টেকনলজি, থানা রোড, উখিয়া কক্সবাজার, বানিজ্যিক প্রতিষ্ঠান ২০০০ সালে প্রতিষ্ঠা করেন৷
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-