বার্তা পরিবেশক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সভাপতি পদপ্রার্থী হিসেবে ফরম জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা নুর হোছাইন নয়ন।
গত শনিবার(২৮ ডিসেম্বর) দ্বিবার্ষিক কাউন্সিলে উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুর রহমান সিকদারের হাতে তিনি নিজেকে সভাপতি পদপ্রার্থী ঘোষণা করেছেন।
জানা যায়, নুর হোছাইন নয়ন ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত হলদিয়া পালং ইউনিয়ন সাংগঠনিক দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরে উপজেলা যুবদলের ১নং সহ সাংগঠনিক সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে নুর হোছাইন নয়ন জানান,” আওয়ামী ফ্যাস্টিস্ট সরকারের পতনের আন্দোলন সংগ্রামে গত ১৭বছর মামলা হামলা তোয়াক্কা না করে মাঠ পর্যায়ে সক্রিয় ছিলাম।
উখিয়া উপজেলার কোর্টবাজার সহ নয়াপল্টন, চট্টগ্রাম, কক্সবাজার সহ যেখানে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিলো সেখানে মৃত্যুঝুুুঁকি নিয়ে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে সর্বদা মাঠে ছিলাম।
আমাকে যদি আগামীর কমিটিতে সভাপতি মনোনীত করা হয় একটি সুসংগঠিত, স্মার্ট যুবদল উপহার দিবো এবং উখিয়া-টেকনাফের সীমান্ত রাজা কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করতে যুবদল সবসময় প্রস্তুত রয়েছে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-