মেরিন ড্রাইভে ছেলের মৃত্যুতে বাবার লালন করা স্বপ্নের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার টেকনাফের মটর সাইকেল দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র সাজিদ কবিরের (২০) বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের মৃত্যু শোকে পাগলপ্রায় মা-বাবার কান্না থামাতে পারছেন না স্বজনরা।

সাজিদ কবিরের বাড়ি টেকনাফ সাবরাং কাটাবুনিয়া এলাকায়। তার বাবা কবির আহমেদ কক্সবাজার সমবায় অফিসে চাকরি করে। দুই ভাই বোনের মধ্যে সাজিদ বড়।

সাজিদ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করে। বর্তমান ঢাকার মাইলস্টোন কলেজে অধ্যয়নরত ছিল।

গেল শনিবার সকালে কক্সবাজার মেরিন ড্রাইভের ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাজিদ কবির এর মৃত্যু হয়। এসময় সঙ্গে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়।

নিহতের বাবা কবির আহমেদ বলেন, ‘ছেলেটা পড়ালেখা করে অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্নটাই লালন করছিলাম। কিন্তু আজ সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। মটরসাইকেল আমার সব কেড়ে নিল।

সাজিদের শিক্ষক ইয়াছিন আরাফাত জানান, সাজিদ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করে। এরপর সে বর্তমান ঢাকার মাইলস্টোন কলেজে অধ্যয়নরত ছিলেন। পড়াশোনার পাশাপাশি সে ভালো ছবি আঁকতে পারতো। পারদর্শী ছিল সঙ্গীতেও।

উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর