কক্সবাজার জার্নাল রিপোর্ট:
উখিয়ায় থামছেনা পাহাড় কাটার মহোৎসব। উপজেলার পাঁচ ইউনিয়নের রক্ষিত ও সংরক্ষিত বনভূমির পাহাড় ধ্বংস করে চলছে মাটি পাচার। সরকারি সম্পদ ধ্বংস করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট।
এবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী চোরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ডাম ট্রাক(ডাম্পার) জব্দ করেছে বনবিভাগ।
রবিবার(২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক(এসিএফ) ও উখিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো.শাহিনুর ইসলাম শাহিন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে পাহাড়ের মাটি পাচার করছে একটি চক্র। তারা সুযোগ বুঝে চোরাইখোলা এলাকায় ডাম্পারের মাধ্যমে মাটি পাচার করে আসছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে এসিএফ জানায়,” গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের নির্দেশে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের রিজার্ভ উখিয়া ঘাট মৌজার চোরাইখোলা এলাকা থেকে সংরক্ষিত বনভূমির পাহাড় থেকে মাটি কেটে পাচার করার সময় একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
এসময় অভিযান পরিচালনাকারী টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত বন মামলা দায়ের প্রক্রিয়া রয়েছে বলে জানান তিনি।”
অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত রহমান সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-